Notice Board
FPI Alumni Association 4th AGM & Family Gettogether 2022
আসসালামু আলাইকুম ফেলো এলামনাই,
অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিগত বছরের ন্যায় এবার ও FPI Alumni Association এর ৪র্থ বার্ষিক সাধারন সভা ও মহা মিলন মেলা ২০২২ খুবই অনাড়ম্বর ও জাকজমক ভাবে অনুষ্ঠীত হতে যাচ্ছে।
তারিখ: ১৪ই জানুয়ারী ২০২২ (রোজ শুক্রবার)
ভেন্যু:তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড,
বিরুলিয়া বেরিবাধ (ঢাকা বোট ক্লাব এর পাশে) ঢাকা ১২১৬।
রেজিষ্ট্রেশনের শেষ সময় ৩১শে ডিসেম্বর ২০২১ রাত ১২:০০ যাহা সুষ্ঠ প্রকাশনা ও ব্যবস্থারনার নিমিত্ব কোন অবস্থায়ই বৃদ্ধি করা হবে না।
ক্লিক রেজিষ্ট্রেশন লিং
https://fpiaa.org/events/fpi-alumni-association-4th-agm-family-gettogether-2022/
আসন সংখ্যা সীমিত বিধায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিষ্ট্রেশন চলবে।
দিনটিকে স্মরণীয় করে রাখতে সকল এলামনাইদের নিজ নিজ ছবি ও তথ্য সমৃদ্ধ স্বরণীকা প্রকাশের নিমিত্তে অতিসত্বর প্রতিটি ব্যাচ/ফোরামের এলামনাই ওয়েবসাইট ডাটাবেজ লিং এ https://fpiaa.org/register/ আপডেট করার বিনীত অনুরোধ করছি।
বি দ্র: এলামনাইদের নিজ নিজ ছবি ও তথ্য ওয়েবসাইটে আপডেট এবং ছোট গল্প, কবিতা, স্মৃতিচারণ লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩১/১২/২০২১ রাত ১২:০০ fpiaa.org@gmail.com Email এ পাঠানোর বিনীত অনুরোধ করছি।
প্রয়োজনে
ইঞ্জি এ কে আজাদ
চেয়ার, সুভ্যেনিয়র উপকমিটি
01799007711
ইঞ্জি কামরুল ইসলাম লিখন
চেয়ার, রেজিষ্ট্রেশন উপকমিটি
016 1157 2724
কাজী আব্দুল বারিক
সদস্য সচিব, 018 1718 1141
৪র্থ বার্ষিক সাধারন সভা ও মহা মিলন মেলা ২০২২।
ইঞ্জি মো: সিরাজুল ইসলাম
আহবায়ক, 017 1166 2271
৪র্থ বার্ষিক সাধারন সভা ও মহা মিলন মেলা ২০২২।
www.fpiaa.org
FPI Alumni Association 4th AGM & Family Gettogether 2022 | Faridpur Polytechnic Institute Alumni Association
fpiaa.org
বিশেষ সভার রেজুলেশন




Picnic Bulletin 005
বুলেটিন-০০৫
তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০
ফরিদপুর পলেটেকনিক ইন্সটিটিউট এলামনাই এ্যাসোসিয়েশন
আসসালামু আলাইকুম, ফেলো এলামনাই
এফপিআই এলামনাই এ্যাসোসিয়েশন এর সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এফপিআই এলামনাই তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০ আগামী ১০ই জানুয়ারি, ২০২০ রোজ-শুক্রবার, মেঘবাড়ী রিসোর্টে (পূর্বাচলের সন্নিকটে) অনুষ্ঠিত হবে। যারা ইতোপূর্বে পিকনিকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পূন্ন করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ।
সময় স্বল্পতার কারণে যারা এখনো তাঁদের রেজিস্ট্রেশন করতে পারেননি, তাঁদেরকে আগামী ৫ই জানুয়ারি ২০২০ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ন করতে বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য, ৫ই জানুয়ারির পর নতুন করে কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। সেক্ষেত্রে, উল্লেখিত তারিখের মধ্যেই আপনাদের রেজিস্ট্রেশন সম্পূন্ন করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি এলামনাই মেম্বারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করবেন বলে আমাদের বিশ্বাস।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোণ তথ্যের জন্যঃ
ইঞ্জিঃ কাজী আব্দুল বারিক, ব্যাচ-১৯৯১, মোবাইলঃ ০১৮১৭-১৮১১৪১
ইঞ্জিঃ মোঃ কামরুল ইসলাম লিখন, ব্যাচঃ ১৯৯৭, মোবাইলঃ ০১৭১১-৫৭২৭২৪
এবারই প্রথমবারের মত আমাদের সমস্ত কার্যক্রম অনলাইনে সংগঠিত হচ্ছে। সবার অংশগ্রহণ নিশ্চিতকরণে ফোণ কল, মেসেজ, ইমেল আউটরিচ করার পরও অনেকের কাছে হয়তো তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০ এর খবর অজানা থাকতে পারে। সেক্ষেত্রে সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের নিজ নিজ ব্যাচের যাঁদের সাথে যোগাযোগ আছে তাঁদেরকে বিষয়টি অবহিত করবেন।
সকলের সুবিধার্থে পিকনিকের সমস্ত আপডেট আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য প্লাটফর্মে সংযোজন করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.fpiaa.org
পিকনিক রেজিস্ট্রেশন লিংকঃ https://fpiaa.org/events/alumni-picnic-2020/
রেজিস্ট্রেশন হেল্প ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=5Y_d7G5kmZg&t=1189s
ফেসবুক পেজঃ https://facebook.com/fpiaa.org
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/fpiaa.org/
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCrnqqE6KZnMpnFD5fU2QFyQ
স্কাইপ গ্রুপঃ https://join.skype.com/RcMB3eYrCnA1
বি,দ্রঃ যারা এখনো প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা ও নিজ নিজ তথ্য জমা দেননি তাঁদেরকে আগামী ৫ই জানুয়ারি, ২০২০ এর মধ্যে লেখা ও তথ্য জমা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনেঃ রেজাউল হক সেলিম, ব্যাচ-১৯৯৫ মোবাইলঃ ০১৬৭৮-০২৩৬৬৩
ইঞ্জিনিয়ার এ কে আজাদ
মোবাইলঃ ০১৭৯৯০০৭৭১১
সদস্য সচিব, পুনর্মিলনী আয়োজক কমিটি
ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন
মোবাইলঃ ০১৭১৪০৮৭০৮৪
আহ্বায়ক, পুনর্মিলনী আয়োজক কমিটি

Picnic Bulletin-02
সুপ্রিয় Alumni ,
এবারের FPIAA এর Annual Picnic & Family Gate Together – 2020 ,
একটি আনন্দ মুখর পরিবেশে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে , আসন সংখা ও গতবারের তুলনায় সীমিত ,
এবার ই প্রথম Online এ সকল কর্মকান্ড পরিচালিত হচ্ছে ,
নির্ধারিত পরিমান Registration হয়ে গেলেই সয়ংক্রিয় ভাবে Registration কার্যক্রম বন্ধ হয়ে যাবে ,
তখন আর কোনভাবেই প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ থাকবে না ।
আর এ কারনেই আগ্রহী Alumni দের দ্রুত Registration করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে ।

FPI Alumni User & Profile Registration Guideline
About Faridpur Polytechnic Institute Alumni Association
The institute was established in 1963 as Faridpur Technical Institute. In 1967, it was reformed as Faridpur Polytechnic Institute.Faridpur Polytechnic Institute is located at Baitul Aman, a neighborhood of Faridpur city in Bangladesh. It is near Baitul Aman campus of the Government Rajendra College, Faridpur. It offers diploma-level programmes for Diploma-in-Engineering in many different technological areas, each required to study for a 4-year-long curriculum. Students can participate in: Civil engineering, Computer engineering, Electrical engineering, Mechanical engineering, Power engineering, Refrigeration and Air Conditioning Engineering, There is a department for each of the above programmes and a related subject department called as Non-tech. Each department is headed by a chief instructor (CI). So, there are total of seven departments in Faridpur Polytechnic Institute.