আসসালামু আলাইকুম ফেলো এলামনাই,
অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিগত বছরের ন্যায় এবার ও FPI Alumni Association এর ৪র্থ বার্ষিক সাধারন সভা ও মহা মিলন মেলা ২০২২ খুবই অনাড়ম্বর ও জাকজমক ভাবে অনুষ্ঠীত হতে যাচ্ছে।
তারিখ: ১৪ই জানুয়ারী ২০২২ (রোজ শুক্রবার)
ভেন্যু:তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ড,
বিরুলিয়া বেরিবাধ (ঢাকা বোট ক্লাব এর পাশে) ঢাকা ১২১৬।
রেজিষ্ট্রেশনের শেষ সময় ৩১শে ডিসেম্বর ২০২১ রাত ১২:০০ যাহা সুষ্ঠ প্রকাশনা ও ব্যবস্থারনার নিমিত্ব কোন অবস্থায়ই বৃদ্ধি করা হবে না।
ক্লিক রেজিষ্ট্রেশন লিং
https://fpiaa.org/events/fpi-alumni-association-4th-agm-family-gettogether-2022/
আসন সংখ্যা সীমিত বিধায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিষ্ট্রেশন চলবে।
দিনটিকে স্মরণীয় করে রাখতে সকল এলামনাইদের নিজ নিজ ছবি ও তথ্য সমৃদ্ধ স্বরণীকা প্রকাশের নিমিত্তে অতিসত্বর প্রতিটি ব্যাচ/ফোরামের এলামনাই ওয়েবসাইট ডাটাবেজ লিং এ https://fpiaa.org/register/ আপডেট করার বিনীত অনুরোধ করছি।
বি দ্র: এলামনাইদের নিজ নিজ ছবি ও তথ্য ওয়েবসাইটে আপডেট এবং ছোট গল্প, কবিতা, স্মৃতিচারণ লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩১/১২/২০২১ রাত ১২:০০ fpiaa.org@gmail.com Email এ পাঠানোর বিনীত অনুরোধ করছি।
প্রয়োজনে
ইঞ্জি এ কে আজাদ
চেয়ার, সুভ্যেনিয়র উপকমিটি
01799007711
ইঞ্জি কামরুল ইসলাম লিখন
চেয়ার, রেজিষ্ট্রেশন উপকমিটি
016 1157 2724
কাজী আব্দুল বারিক
সদস্য সচিব, 018 1718 1141
৪র্থ বার্ষিক সাধারন সভা ও মহা মিলন মেলা ২০২২।
ইঞ্জি মো: সিরাজুল ইসলাম
আহবায়ক, 017 1166 2271
৪র্থ বার্ষিক সাধারন সভা ও মহা মিলন মেলা ২০২২।
www.fpiaa.org
FPI Alumni Association 4th AGM & Family Gettogether 2022 | Faridpur Polytechnic Institute Alumni Association
fpiaa.org