Picnic Bulletin 005
বুলেটিন-০০৫
তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০
ফরিদপুর পলেটেকনিক ইন্সটিটিউট এলামনাই এ্যাসোসিয়েশন
আসসালামু আলাইকুম, ফেলো এলামনাই
এফপিআই এলামনাই এ্যাসোসিয়েশন এর সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এফপিআই এলামনাই তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০ আগামী ১০ই জানুয়ারি, ২০২০ রোজ-শুক্রবার, মেঘবাড়ী রিসোর্টে (পূর্বাচলের সন্নিকটে) অনুষ্ঠিত হবে। যারা ইতোপূর্বে পিকনিকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পূন্ন করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ।
সময় স্বল্পতার কারণে যারা এখনো তাঁদের রেজিস্ট্রেশন করতে পারেননি, তাঁদেরকে আগামী ৫ই জানুয়ারি ২০২০ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ন করতে বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য, ৫ই জানুয়ারির পর নতুন করে কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। সেক্ষেত্রে, উল্লেখিত তারিখের মধ্যেই আপনাদের রেজিস্ট্রেশন সম্পূন্ন করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি এলামনাই মেম্বারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করবেন বলে আমাদের বিশ্বাস।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোণ তথ্যের জন্যঃ
ইঞ্জিঃ কাজী আব্দুল বারিক, ব্যাচ-১৯৯১, মোবাইলঃ ০১৮১৭-১৮১১৪১
ইঞ্জিঃ মোঃ কামরুল ইসলাম লিখন, ব্যাচঃ ১৯৯৭, মোবাইলঃ ০১৭১১-৫৭২৭২৪
এবারই প্রথমবারের মত আমাদের সমস্ত কার্যক্রম অনলাইনে সংগঠিত হচ্ছে। সবার অংশগ্রহণ নিশ্চিতকরণে ফোণ কল, মেসেজ, ইমেল আউটরিচ করার পরও অনেকের কাছে হয়তো তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০ এর খবর অজানা থাকতে পারে। সেক্ষেত্রে সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের নিজ নিজ ব্যাচের যাঁদের সাথে যোগাযোগ আছে তাঁদেরকে বিষয়টি অবহিত করবেন।
সকলের সুবিধার্থে পিকনিকের সমস্ত আপডেট আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য প্লাটফর্মে সংযোজন করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.fpiaa.org
পিকনিক রেজিস্ট্রেশন লিংকঃ https://fpiaa.org/events/alumni-picnic-2020/
রেজিস্ট্রেশন হেল্প ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=5Y_d7G5kmZg&t=1189s
ফেসবুক পেজঃ https://facebook.com/fpiaa.org
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/fpiaa.org/
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCrnqqE6KZnMpnFD5fU2QFyQ
স্কাইপ গ্রুপঃ https://join.skype.com/RcMB3eYrCnA1
বি,দ্রঃ যারা এখনো প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা ও নিজ নিজ তথ্য জমা দেননি তাঁদেরকে আগামী ৫ই জানুয়ারি, ২০২০ এর মধ্যে লেখা ও তথ্য জমা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনেঃ রেজাউল হক সেলিম, ব্যাচ-১৯৯৫ মোবাইলঃ ০১৬৭৮-০২৩৬৬৩
ইঞ্জিনিয়ার এ কে আজাদ
মোবাইলঃ ০১৭৯৯০০৭৭১১
সদস্য সচিব, পুনর্মিলনী আয়োজক কমিটি
ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন
মোবাইলঃ ০১৭১৪০৮৭০৮৪
আহ্বায়ক, পুনর্মিলনী আয়োজক কমিটি
