Faridpur Polytechnic Institute Alumni Association
Faridpur Polytechnic Institute Alumni Association
  • About Us
    • Our Mission
    • Constitutions
    • Organization & Management
    • Contact Us
    • FPI
  • Departments
    • Computer
    • Electrical
    • Civil
    • Power
    • Mechanical
    • Rac
  • Event
    • Upcoming
    • Past
  • Publications
    • Notice
    • Journal
    • Newsletter
  • Notice
  • Login
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest

Need Help?

Contact us now. We can help!

Picnic Bulletin 005

January 1, 2020 FPIAA Notice No Comments bulletin 05

বুলেটিন-০০৫
তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০
ফরিদপুর পলেটেকনিক ইন্সটিটিউট এলামনাই এ্যাসোসিয়েশন


আসসালামু আলাইকুম, ফেলো এলামনাই
এফপিআই এলামনাই এ্যাসোসিয়েশন এর সকল সদস্যের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এফপিআই এলামনাই তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০ আগামী ১০ই জানুয়ারি, ২০২০ রোজ-শুক্রবার, মেঘবাড়ী রিসোর্টে (পূর্বাচলের সন্নিকটে) অনুষ্ঠিত হবে। যারা ইতোপূর্বে পিকনিকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পূন্ন করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ।

সময় স্বল্পতার কারণে যারা এখনো তাঁদের রেজিস্ট্রেশন করতে পারেননি, তাঁদেরকে আগামী ৫ই জানুয়ারি ২০২০ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ন করতে বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য, ৫ই জানুয়ারির পর নতুন করে কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। সেক্ষেত্রে, উল্লেখিত তারিখের মধ্যেই আপনাদের রেজিস্ট্রেশন সম্পূন্ন করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি এলামনাই মেম্বারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করবেন বলে আমাদের বিশ্বাস।

রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোণ তথ্যের জন্যঃ
ইঞ্জিঃ কাজী আব্দুল বারিক, ব্যাচ-১৯৯১, মোবাইলঃ ০১৮১৭-১৮১১৪১
ইঞ্জিঃ মোঃ কামরুল ইসলাম লিখন, ব্যাচঃ ১৯৯৭, মোবাইলঃ ০১৭১১-৫৭২৭২৪


এবারই প্রথমবারের মত আমাদের সমস্ত কার্যক্রম অনলাইনে সংগঠিত হচ্ছে। সবার অংশগ্রহণ নিশ্চিতকরণে ফোণ কল, মেসেজ, ইমেল আউটরিচ করার পরও অনেকের কাছে হয়তো তৃতীয় পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার-২০২০ এর খবর অজানা থাকতে পারে। সেক্ষেত্রে সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনাদের নিজ নিজ ব্যাচের যাঁদের সাথে যোগাযোগ আছে তাঁদেরকে বিষয়টি অবহিত করবেন।
সকলের সুবিধার্থে পিকনিকের সমস্ত আপডেট আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য প্লাটফর্মে সংযোজন করা হয়েছে।


ওয়েবসাইটঃ www.fpiaa.org
পিকনিক রেজিস্ট্রেশন লিংকঃ https://fpiaa.org/events/alumni-picnic-2020/
রেজিস্ট্রেশন হেল্প ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=5Y_d7G5kmZg&t=1189s
ফেসবুক পেজঃ https://facebook.com/fpiaa.org
ফেসবুক গ্রুপঃ https://w
ww.facebook.com/groups/fpiaa.org/
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCrnqqE6KZnMpnFD5fU2QFyQ
স্কাইপ গ্রুপঃ https://join.skype.com/RcMB3eYrCnA1

বি,দ্রঃ যারা এখনো প্রকাশিতব্য স্মরণিকার জন্য লেখা ও নিজ নিজ তথ্য জমা দেননি তাঁদেরকে আগামী ৫ই জানুয়ারি, ২০২০ এর মধ্যে লেখা ও তথ্য জমা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনেঃ রেজাউল হক সেলিম, ব্যাচ-১৯৯৫ মোবাইলঃ ০১৬৭৮-০২৩৬৬৩

ইঞ্জিনিয়ার এ কে আজাদ
মোবাইলঃ ০১৭৯৯০০৭৭১১
সদস্য সচিব, পুনর্মিলনী আয়োজক কমিটি

ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন
মোবাইলঃ ০১৭১৪০৮৭০৮৪
আহ্বায়ক, পুনর্মিলনী আয়োজক কমিটি

Picnic Bulletin 005
Picnic Bulletin 005

Picnic Bulletin-02

November 24, 2019 FPIAA Notice No Comments

সু‌প্রিয় Alumni ,
এবা‌রের FPIAA এর Annual Picnic & Family Gate Together – 2020 ,

এক‌টি আনন্দ মুখর প‌রি‌বে‌শে ভিন্ন আ‌ঙ্গি‌কে অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে , আসন সংখা ও গতবা‌রের তুলনায় সী‌মিত ,

এবার ই প্রথম Online এ সকল কর্মকান্ড প‌রিচা‌লিত হ‌চ্ছে ,

নির্ধা‌রিত প‌রিমান Registration হ‌য়ে গে‌লেই সয়ংক্রিয় ভা‌বে Registration কার্যক্রম বন্ধ হ‌য়ে যা‌বে ,

তখন আর কোনভা‌বেই ‌প্রোগ্রা‌মে অংশ নেওয়ার সু‌যোগ থাক‌বে না ।

আর এ কারনেই আগ্রহী Alumni দের দ্রুত Registration করার জন্য বিনীত অনু‌রোধ করা যা‌চ্ছে ।

Picnic-2020 Bulletin 01

November 23, 2019 FPIAA Notice No Comments

Assalamu alaikum waroh matullah
Fellow Alumni
Please be informed all of you that our FPIAA Picnic 2020 organiging committee meeting to be held on 29/11/2019 Friday, 5:00PM,

at House # kha-199/3 & 4 ,Venus Complex, Level-9, Middle Badda, (Beside Badda U-loop)Dhaka-1212.

All Members are humbly requested to attend the meeting on time and it will be highly appreciate.
Thank you

Engr. A K Azad
Members Secretary
01799007711

Engr. Nazim Uddin
Convenar

01714087084

FPIAA Picnic 2020 Organiging Committee.

www.fpiaa.org fpiaa.org@gmail.com 01893000064

FPIAA এর Annual Picnic & Family Gate Together-2020 আয়োজন উপলক্ষে ৩য় প্রস্তুতি

November 16, 2019 FPIAA Notice No Comments

FPIAA Picnic-2020 Organizing Meeting-03

ফেলো এ্যালামনাই,
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ,”FPIAA এর Annual Picnic & Family Gate Together-2020 ” আয়োজন উপলক্ষে ৩য় প্রস্তুতি সভা গত ১৫/১১/২০১৯ শুক্রবার, সানজি থাই এন্ড চাইনিজ, বাড্ডায় সতস্ফুর্ত  অংশগ্রহনে সফল ভাবে শেষ হয়। সভায় পবিত্র কুরআন হতে তেলাওয়াত করেন ইঞ্জিঃ মোঃ খালেদুর রহমান, সভাপতিত্ব করেন ইঞ্জিঃ মোঃ নাজিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ইঞ্জিঃ এ কে আজাদ। সভাপতির অনুমতিক্রমে পূর্ব নির্ধারিত আলোচ্য সূচি-(১.) সংগঠনের গঠনতন্ত্র (খসড়া ) উপস্থাপন এবং (২.) সংগঠনের পিকনিক-২০২০ আয়োজন উপলক্ষে বিশদ আলোচনায় অংশগ্রহনের জন্য সঞ্চালক উপস্থিত সকল সদস্যদের আহব্বান জানান। প্রথমেই ইঞ্জিঃ মোঃ কামরুল ইসলাম লিখনকে সংগঠনের গঠনতন্ত্র (খসড়া ) উপস্থাপন করার জন্য অনুরোধ করলে তিনি তা উপস্থাপন করেন এবং উপস্থিত সকলে গঠনতন্ত্রর (খসড়া ) উপর আলোচনা করেন এবং পর্যায়ক্রমে FPIAA এর পিকনিক-২০২০ আয়োজন উপলক্ষে বিশদ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্ত সমুহ ।
(১) সংগঠনের (খসড়া ) গঠনতন্ত্র, সংগঠনের সদ্য প্রকাশিত ওয়েবসাইটে আপলোড করা , যেন যে কোন সদস্য ডাউন লোড করে তাদের মতামত/প্রস্তাব লিখিতভাবে সংশ্লিষ্ট কমিটিকে প্রেরণ করতে পারে এবং পরবর্তীতে অধিকতর আলোচনার জন্য সভা আহব্বান করে গঠনতন্ত্র চুড়ান্ত করতে হবে ।

(২) যেহেতু এবারের পিকনিকের ভেন্যু ভাড়া ২,৬০,০০০ টাকা ও জন প্রতি খাবার ১০৫০ টাকায় (ডে-লং) ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, এবং অনান্য অত্যাবশিক বিষয় যেমন- কালচারাল প্রোগ্রাম, কমন গিফট, স্পোর্টস গিফট, মঞ্চ ডেকোরেশন ও সামিয়ানা এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা করতে হবে সংগত কারনেই জনপ্রতি খরচ অনেক বেশি হবে। তথাপী সর্বসম্মতিক্রমে রেজিষ্ট্রেশন ফি ১৫০০ টাকা এবং ঘাটতি ফান্ড এ্যাডভারটাইজমেন্ট ও ডোনেশন হতে পূরন করা হবে বলে সিদ্ধান্ত হয়।

(৩) রেজিষ্ট্রেশন ফি-১৫০০ টাকা (৫ বছরের উর্ধ্বে বাচ্চা সহ)
(৪) রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯ মধ্যরাত পর্যন্ত www.fpiaa.org সাইটের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

(৫) সুভেনিয়র/ সরণীকার লেখা জমা দেওয়ার শেষ সময়ঃ ২৫ শে ডিসেম্বর ২০১৯ মধ্যরাত পর্যন্ত www.fpiaa.org , contact@fpiaa.org, fpiaa.org@gmail.com এ পাঠাতে হবে।
(৬) কালচারাল প্রগ্রামের জন্য টিভি/ষ্টেজ পারফরমাা/শিল্পি ও কৌউতুক অভিনেতার ব্যবস্থা করতে হবে।

(৭) FPIAA এর পিকনিক-২০২০ সর্বাত্তক সফল করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকমিটির চেয়ার, কো-চেয়ার নির্বাচন করা হয় ।
সকল উপ-কমিটির সম্মানিত চেয়ার, কো-চেয়ারগন নিজ নিজ টিমের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনার্থে প্রয়োজনীয় সহযোগী সদস্য কো-আপ্ট করে কমিটির তালিকা আহবায়ক কমিটির নিকট দ্রততম সময়ের মধ্যে জমা দিবেন ।

(৮) অর্থনৈতিক কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য মোঃ খাইরুজ্জামান ৮৬/পি, মোঃ কামরুজ্জামান লাভলু ৯৩/ই, ও মোঃ মোজাম্মেল হক ৯৫/পি তিনজনের যৌথ স্বাক্ষরে পরিচালনায় একটি ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা।

(৯) উপদেষ্টা পরিসদ সকল সিনিয়র সক্রিয় এ্যালামনাইদের সমন্বয়ে হবে।

(৭) উপকমিটি সমূহ –
ক. এ্যাডভারটাইজমেন্ট ও ডোনেশন উপকমিটিঃ-
১. চেয়ার ইঞ্জি কাজী নজরুল ইসলাম ৯৭/ই
২. কো-চেয়ার ইঞ্জি এ কে আজাদ ৯৮/ই

(৭) খ. সুভেনিয়র উপকমিটিঃ-
১. চেয়ার ইঞ্জি রেজাউল হক সেলিম ৯৫/ই
২. কো-চেয়ার- ইঞ্জি এনায়েত ফকির ৯৬/সি

(৭) গ.কালচারাল উপকমিটিঃ-
১.চেয়ার- ইঞ্জি চন্দন সিনহা ৯৭/ই
২.কো-চেয়ার ইঞ্জি মোঃ মুকুল ২০০০/এম,
৩.সদস্য, ইঞ্জি মোঃ দুলাল ৯৩/সি

(৭) ঘ.খেলাধুলা উপকমিটিঃ-
১.চেয়ার- ইঞ্জি মোঃ মহসিন ৯৮/এম
২.কো-চেয়ার- ইঞ্জি তরুন কুমার সিকদার ২০০০/ই

(৭) ঙ. র‌্যাফেল ড্র উপকমিটিঃ-
১.চেয়ার- ইঞ্জি এ কে আজাদ ৯৮/ই
২.কো-চেয়ার- ইঞ্জি শহিদুল ইসলাম ২০০৬/ই

(৭) চ. রেজিষ্ট্রেশন উপকমিটিঃ-
১.চেয়ার- ইঞ্জি কাজী আব্দুল বারিক ৯১/সি ,

২. কো-চেয়ার , ইঞ্জিঃ মোঃ কামরুল ইসলাম লিখন ৯৭/পি.

(৭) ছ. অর্থ উপকমিটিঃ –
১.চেয়ার- ইঞ্জি মোঃ কামরুজ্জামান লাভলু ৯৩/ই ,
২.কো-চেয়ার , ইঞ্জি মোঃ মোজাম্মেল হক ৯৫/পি

(৭) জ.ক্রয় উপকমিটিঃ-
১. চেয়ার. ইঞ্জি মোঃ আসলাম আলী ৯৭/ই
২. কো-চেয়ার , ইঞ্জি মোঃ মোস্তাফিজুর রহমান মিল্টন ৯৮/পি
৩. সদস্য – ইঞ্জি মোঃ নজরুল মোল্লা ০৮/সি

(৭) ঝ.পরিবহন উপকমিটিঃ-
১.চেয়ার – ইঞ্জি মোঃ আলী আহসান মিলন ৯৮/পি
২. কো-চেয়ার – ইঞ্জি মোঃ রফিকুল ইসলাম ২০০০/পি
৩. সদস্য – ইঞ্জি মোঃ আলমগীর হোসেন ৯৮/পি ।

সকল উপ-কমিটির সম্মানিত চেয়ার, কো-চেয়ারগন নিজ নিজ টিমের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনার্থে প্রয়োজনীয় সহযোগী সদস্য কো-আব করে কমিটির তালিকা আহবায়ক কমিটির নিকট দ্রততম সময়ের মধ্যে জমা দিবেন ।

আহবায়কঃ ইঞ্জি মোঃ নাজিম উদ্দিন ৮৬/পি,
সদস্য সচিবঃ ইঞ্জি এ কে আজাদ ৯৮/ই, প্রয়োজনীয় সদস্য অন্তরভুক্তির মাধ্যমে পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করিবেন ।

Butterfly Light

June 11, 2008 FPIAA Blog, Images No Comments

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Morbi ac lobortis orci, a ornare dui. Phasellus consequat vulputate dignissim. Etiam condimentum aliquam augue, a ullamcorper erat facilisis et. Proin congue augue sit amet ligula dictum porta. Integer pharetra euismod velit ac laoreet. Ut dictum vitae ligula sed fermentum. Sed dapibus purus sit amet massa faucibus varius. Proin nec malesuada libero.

About Us

The institute was established in 1963 as Faridpur Technical Institute. In 1967, it was reformed as Faridpur Polytechnic Institute.Faridpur Polytechnic Institute is located at Baitul Aman, a neighborhood of Faridpur city in Bangladesh. It is near Baitul Aman campus of the Government Rajendra College, Faridpur.

Address

Baitul Aman, A.F. Mujibur Rahman (ICS) Sarani, Faridpur 7803

Phone: 01893000064

Email: contact@fpiaa.org

Newsletter

Faridpur Polytechnic Institute Alumni Association
  • Contact Us
  • Event
  • Gallery
  • Login
  • Logout
©2020, FPIAA - All Rights Reserved. Developed & Maintenance by Digital Marketing Byte